শ্রীলঙ্কা নয়, নেদারল্যান্ডসকে পেল বাংলাদেশ
‘বুড়ো হাড়’ ডেভিড ভিসা প্রাণপণ চেষ্টা করলেন। তবু পারলেন না। যখন ক্রিজে এসেছিলেন, দল তখন ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে, সেখানে দলকে প্রায় জয়ের দোরগোড়ায় নিয়ে এসেছিলেন। তবে তুলির শেষ আঁচড়টা ঠিকঠাক হলো না। শেষ ৩ বলে তখন ১০ রান প্রয়োজন, তখন সপাটে ব্যাট চালিয়েও ধরা পড়লেন সীমানা…